Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৬

না’গঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৬

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ২২৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫০ জন।রোববার (১৩ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১২ জন, সদরে ৪ জন, বন্দরে ১ জন ও রূপগঞ্জে ৯ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৯ জন ও আক্রান্ত ৩ হাজার ১১৭ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৭৮৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪০১ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৬৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৭৬০ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৪ জন। জেলায় এই পর্যন্ত মোট ৬০ হাজার ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৮ জনের।করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৭ হাজার ৬১৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৮৩৯ জন, সদর উপজেলার ১ হাজার ৬৮২ জন, রূপগঞ্জের ১ হাজার ৩৯৮ জন, আড়াইহাজারের ৬৫১ জন, বন্দরের ৩৬২ ও সোনারগাঁয়ের ৬৮৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com