Logo

নড়াইলের নড়াগাতীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বল প্রয়োগে টাকা চুরির অভিযোগ, ভ্রাম্যমান আদালতের রায়ে তিন মাসের কারাদন্ড

নড়াইলের নড়াগাতীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বল প্রয়োগে টাকা চুরির অভিযোগ, ভ্রাম্যমান আদালতের রায়ে তিন মাসের কারাদন্ড

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, (নড়াইল) সংবাদদাতা :

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য শেখ মিটু মিয়াকে সরকারী টাকা বল প্রয়োগে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। তিনি বাঐসোনা গ্রামের মৃত হাজী আব্দুল হাই শেখের ছেলে। ১৩ ডিসেম্বর (রবিবার) রাতে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম। স্থানীয় ও পুলিশ ষুত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর নড়াগাতী থানার বাঐসোনা-কামশিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণকালে পুর্বের আইডি কার্ড হারিয়ে যাওয়া এলাকাবাসীর নিকট থেকে সরকারীভাবে আবেদন খরচ বাবদ ৩৬৮ টাকা গ্রহনকারী নির্বাচন অফিসের কর্মীর কাছ থেকে সরকারী টাকা বল পূর্বক ছিনিয়ে নেয় ইউপি সদস্য মিটু শেখ। নির্বাচন অফিসারের অভিযোগের ভিত্তিতে নড়াগাতী থানা পুলিশ তাকে আটক করে। এহেন অনৈতিক কর্মকান্ডের বিচার চেয়ে এলাকাবাসী থানা অভিমুখে মিছিল করে। পরবর্তীতে তাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম এর আদালতে হাজির করলে চুরির উদ্দেশ্যে অপরাধ মুলক বল প্রয়োগ করার অপরাধে দন্ড বিধির ৩৫৬ নং ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ দন্ড প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট মামলা নং- ১০৬/২০২০ চুরির উদ্দেশ্যে অপরাধমুলক বল প্রয়োগ করার অপরাধে দন্ড বিধির ৩৫৬ নং ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com