Logo
HEL [tta_listen_btn]

মাস্কই আমাদের টিকা : ডিসি

মাস্কই আমাদের টিকা : ডিসি

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, মাস্ক নিয়ে আমরা কয়েকদিন যাবৎ ক্যাম্পেইন করছি। আমরা সবাই মাস্ক পড়বো, সেটাই আমাদের টিকা। যেই যেখানে আছে, সেখানেই বসেই মাস্ক পড়তে হবে। কেউ যেন মাস্কবিহীন না থাকি, সবাই সাবান দিয়ে হাত ধৌত করি। কেউ যেন ভিড়ের মধ্যে না থাকি, তাহলে সেখান থেকে করোনা রোগী সৃষ্টি হতে পারে। যার যার ঘর অবশ্যই পরিস্কার পরিচ্ছন্নতা রাখবো। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় খানপুর মোড়ে মহান বিজয় উপলক্ষে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেমের উদ্যোগে প্রায় ৫ হাজার জাতীয় পতাকা প্রতীতে ‘টিম কিউআর ১২’ মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণকে মাস্ক পড়িয়ে মাস্ক বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ আহম্মেদ, করোনা হাসপাতাল নারায়ণগঞ্জের (৩০০শয্যা বিশিষ্ট হাসপাতাল) তত্ত¡াবধায়ক ডা. গৌতম রায়, নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোকা, বীর মুক্তিযোদ্ধা মহব্বত হাসেম, বীর মুক্তিযোদ্ধা শিখ চক্রবর্তী প্রমুখ।নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ আহম্মেদ বলেন, যার যার মাস্ক যেন যথাযথ স্থানে পড়ি। সবার যেন অবশ্যই অবশ্যই মাস্ক মুখে ও নাকের উপরে থাকে। মাস্ক কিন্তু নাক ও মুখ রক্ষার জন্যই।করোনা হাসপাতাল (খানপুর) নারায়ণগঞ্জের তত্ত¡াবধায়ক ডা. গৌতম রায় বলেন, কাউন্সিলর শওকত হাসেম শকু ব্যক্তিগত উদ্যোগে প্রতিনিয়ত করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তিনি করোনার শুরু থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতনতায় এগিয়ে আসছেন।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম বলেন, মহান বিজয় উপলক্ষে জাতীয় পতাকা প্রতীকে মাস্ক বিতরণ করা হলো। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে প্রথমে প্রায় ১২নং ওয়ার্ডের ৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হলো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। ঘর থেকে বের হওয়ায় সময় অবশ্যই মাস্ক পড়বো। করোনা ভাইরাসকে আমরা জয় করে চলছি, সামনেও জয় করবো, ইনশা আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com