সংবাদ বিজ্ঞপ্তি:
১২ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ রাতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ানগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার সোনারগাঁ প্রান্তের চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে সড়কে চেকপোষ্ট স্থাপন করে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম (২০)’কে গ্রেফতার করা হয়। অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা হতেমাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন (২৪)’কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শামিম এর বাড়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন দূর্গাপুর এলাকায় এবং অপর মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন এর বাড়ী কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন দক্ষিণ বাগবের এলাকায়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী মোঃ শামীম কুমিল্লা হতে গোপনে পরিবহনযোগে ফেন্সিডিল নিয়ে এসে তার সহযোগী মোঃ সাজ্জাদ হোসেন এর কাছে বিক্রয়ের উদ্দেশ্যে পৌছে দিত। তারা আরও স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে দ্রæত লাভবান হওয়ার জন্য কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।