সোনারগাঁ সংবাদদাতা:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় প্রায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে কয়েকটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। অবৈধভাবে সংযোগ নেওয়া লাইনগুলো তিতাস কর্তৃপক্ষ চিহ্নিত করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজ উপজেলার সোনাখালী এলাকায় সহস্রাধিক অবৈধ সংযোগের মূল লাইন কেটে বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো বলেন, ধাপে ধাপে সোনারগাঁয়ের সকল অবৈধভাবে সংযোগ নেওয়ার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন যাত্রামুড়া রূপগঞ্জ ও সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী মিজবাউর রহমান, প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন, বরুণ দাস, আব্দুল হাসেম,জহিরুল ইসলামসহ বিপুল পরিমাণ পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।