ভ্রম্যমান সংবাদদাতা :
আড়াইহাজারের নাগড়াপাড়া এলাকায় বৃহম্পতিবার স্থানীয় বিএনপির নেতা মনিরের ছোট ভাই জসিম উদ্দীনের জানাযার নামাজ সম্পন্ন করা হয়েছে। জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন-আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, আড়াইহাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা সহ এলাকার সর্বস্তরের মানুষ। নাগড়াপাড়া ফৈটাদী ৯০ নং সরকারি প্রথামিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০টার দিকে জানাযা সম্পন্ন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার জনিত সমস্যায় ভোগছিলেন। তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় মসজিদের ইমাম জানাযার নামাজ পড়ান। এদিকে তার মৃত্যুতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।