আড়াইহাজার সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৮ বছর বয়সী এক তরুণী নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণীর মাম হাজেরা আক্তার। তিন মাস পূর্বে উপজেলার কল্যান্দী গ্রামের রমজান মিয়ার সাথে তার বিয়ে হয় বলে জানান আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সজিব। রমজানের বাড়ি কল্যান্দী হলেও তিনি দাইরাদীতে বাসা ভাড়া করে থাকতেন। এসআই সজিব জানান, বিয়ের পরও মোবাইল ফোনে পূর্ব পরিচিত একজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন হাজেরা। এ নিয়ে বকাঝকা করেন তার স্বামী। ভোরে বন্ধ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।