নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের জেলাপ্রশাসক(ডিসি) মোঃজসিমউদ্দিনের স্থলে নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন মুস্তাইন বিল্লাহ। তিনি বিসিএস ২১তম ব্যাচের। তিনি বর্তমানে বরগুনার জেলাপ্রশাসক হিসেবে দায়িত্বরত।মাগুরার শ্রীপুরের কৃতিসন্তান মোস্তাইন বিল্লাহ বিপ্লব। তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শ্রীপুর বাহিনীর উপ অধিনায়ক মোল্লা নবুয়ত আলীর বড় ছেলে এবং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম এর বড় ভাই।১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ১১ টি জেলায় নতুন করে জেলা প্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ জুন থেকে নারায়ণগঞ্জের জেলাপ্রশাসক হিসেবে মোঃজসিমউদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।