সংবাদ বিজ্ঞপ্তি:
র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৭ ডিসেম্বর ২০২০ তারিখ রাত ০১১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এলাকায় ত্রাস ও জনগণের মনে ভয়ভীতি সৃষ্টিকারী কিশোর গ্যাং এর ০৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ অনিক (২০), পিতাঃ মোঃ ইসলাম, সাং- আমলাপাড়া, কেবি শাহা রোড, থানাঃ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ ২। মোঃ রবিন (১৯), পিতাঃ মোঃ মহসিন, সাং- কায়েমপুর, ফকিরা গার্মেন্টস সংলগ্ন (আব্দুল সত্তার এর বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ এবং একজন অপ্রাপ্ত বয়স্ক (১৬)। গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা-ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ নিয়মিত দলবদ্ধভাবে ইয়াবা সেবন করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রাপ্ত হয়ে র্যাব-১১ এর একটি টিম তদন্তে নামে এবং ঘটনার সত্যতা পেয়ে ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে নারায়ণগঞ্জ জেলার ০২ নং রেল গেইটের গোল চত্ত¡রের পশ্চিম পার্শ্বে আল্লার দান বিরানী হাউজ নামক দোকানের সামনে অভিযান করে। উক্ত সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং এর সদস্যরা দৌড়ে পলায়নের চেষ্টাকালে ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।