Logo

না’গঞ্জে গত ২৪ ঘন্টায়  করোনায়আক্রান্ত ১৯

না’গঞ্জে গত ২৪ ঘন্টায়  করোনায়আক্রান্ত ১৯

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৩৩৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫০ জন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১০ জন, সদরে ২ জন, বন্দরে ২ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ৪ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৯ জন ও আক্রান্ত ৩ হাজার ১৬৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮০৫ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪০৮ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৭১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৭৭৯ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১১ জন। জেলায় এই পর্যন্ত মোট ৬০ হাজার ৯৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১১ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৭ হাজার ৭৯৪ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৯১৯ জন, সদর উপজেলার ১ হাজার ৭১৭ জন, রূপগঞ্জের ১ হাজার ৪৩১ জন, আড়াইহাজারের ৬৫৫ জন, বন্দরের ৩৭৫ ও সোনারগাঁয়ের ৬৯৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com