Logo

সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়ির মালিকদে রবিরুদ্ধে মামলা

সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়ির মালিকদে রবিরুদ্ধে মামলা

ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে চারজন হতাহতের ঘটনায় বাড়ির মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত শিশু জিসানের বাবা মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আসলাম হোসেন। বাড়ি মালিকদের গাফিলতি ও অবহেলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। মামলায় বাদী অভিযোগ করেন, রাজউকের অনুমোদন ছাড়াই তিন তলা বাড়ি নির্মাণ করেছেন বাড়ির মালিক দুই ভাই সোলায়মান ও সাইদ। বাড়িটির নির্মাণ কাজে ত্রুটি ও বাড়ির নিচে সেপটিক ট্যাংক স্থাপনে ত্রুটি ও সেপটিক ট্যাংক পরিষ্কারে গাফিলতি ও অবহেলার কারণে বিস্ফোরণ ঘটে এই প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণে মারা গেছেন বাদীর ছেলে জিসান (৯), গার্মেন্ট শ্রমিক রাজ্জাক (৩২)। একই ঘটনায় ওই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামারবাগ এলাকার তিনতলা ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বাড়ি মালিকদের গাফিলতি ও অবহেলার অভিযোগ এনে নিহত জিসানের পিতা মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। বাড়ির মালিক দুই ভাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com