বিশেষ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবা (ট্যাবলেট) বিক্রি কালে শরীফ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় বান্টির মাইজদী এলাকার শহিদুল্লাহ ছেলে। সোমবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এসআই দেলোয়ার হোসেন বাদি হয়ে মামলা করেন। এর আগে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি মাইজদীর নির্জন এলাকায় রাস্তার পাশে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।