মো. কামরুজ্জামান:
চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক ফরদিগঞ্জ পৌর শহরের দাসপাড়া এলাকার রাধাগোবিন্দ মন্দিরের জন্য বরাদ্দকৃত নির্মাণের কাজের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেছেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন। ২১ ডিসেম্বর সোমবার দুপুরে মন্দির প্রাঙ্গণে চেক হস্তান্তর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌর যুবলীগের আহবায়ক সাজ্জদুল ইসলাম টিটু, রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি বিশ^জিৎ দাস, সাধারণ সম্পাদক উত্তম দাস, সদস্য শ্যামল দাস, জয় সাহা প্রমুখ। এসময় সাইফুল ইসলাম রিপন বলেন, মানুষের কল্যাণ করতে হলে শুধু মাত্র ইচ্ছাশক্তিই থাকলে চলে। আমি জেলা পরিষদ সদস্য হিসেবে চেষ্টা করেছি, পৌরসভাসহ আমার সকল এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জেলা পরিষদ থেকে বরাদ্দ এনে দিতে । আমি সফল হয়েছি। আশা করছি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।