সোনারগাঁসংবাদদাতা:
সোনারগাঁ উপজেলার পানামনগরে ১৩ নং ভবনের সংষ্কার ও সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২১ ডিসেম্বর দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএমখালিদ এমপি এ সংষ্কার কাজের উদ্বোধন করেন। এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, প্রত্নতত্ম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃহান্নানমিয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতী রফিকুলইসলা নান্নুসহ পানামনগর ও প্রত্নত্ম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে কেএমখালিদ এমপি বলেন, অযত্ব ও অবহেলায় ভবনটি নষ্ট হয়ে গিয়েছে। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই। আমরা এই ভবনটি সংষ্কার কাজের উদ্বোধন করলাম। এভাবে প্রতিটি ভবনকে সংষ্কার করে আদি অবস্থায় ফিরিয়ে আনবো। আগামীতে যারা এখানে আসবে তাদের জন্য আদি পানামনগর উপহার দিতে চাই। ১৩ নং ভবনের উদ্বোধন শেষে কেএমখালিদ এমপি । বাকি ভবনগুলো সাবেকসংসদ সদস্যকে নিয়ে ঘুরে দেখেন। পরবর্তীতে সোনারগাঁও জাদুঘরের প্রশাসনিক ভবনে মত বিনিময়করেন।উল্লেখ্য, সোনারগাঁয়ের পানামনগরে দ্বিতল ও তৃতল ৫২টি ভবন রয়েছে। এই ভবনগুলোর মধ্যে পূর্নাঙ্গ সংষ্কার সংরক্ষণ করার জন্য, ১৩ নং ভবনকে পাইলিংকরার কাজসম্পাদন হয়েছে। সেই ভবনটি সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উদ্বোধন করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।