মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় হুমায়ুন কবির নামে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামেরহেমায়েত হোসেনের ছেলে। ২১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৫ টার দিকে তাকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিসুজ্জামান এর নেতৃত্বে সংগীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সি আর ৩৫/২০ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী হুমায়ন কবিরকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর এ এস আই আনিসুজ্জামান বলেন, আসামীকে নড়াইল সদর থানা হেফাজতে রাখা হয়েছে এবং আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।