ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের মামলার অপর আসামি মনির ওরফে ইয়াবা মনির (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফতুল্লার দাপা শারজাহান রি-রোলিং মিলস্ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মনির ওরফে ইয়াবা মনির ফতুল্লা থানার দাপা শারজাহান রি- রোলিং মিলস্ এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র। এর আগে পুলিশ ঘটনার মূলহোতা হায়দারকে গ্রেফতার করে।পুলিশ জানায়, ফতুল্লার টাগারপাড়ের একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন ধর্ষিতা কিশোরী। গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষ করে পঞ্চবটিতে চাদর কিনে পায়ে হেটে লালপুর পৌষা পুকুরপাড়স্থ বাসায় যাচ্ছিল।পথিমধ্যে হায়দার, ইয়াবা মনির ও বাবু তাকে জোরপূর্বক ধরে বালুর মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে ইয়াবা মনির ও পলাতক আসামী বাবুর সহোযোগিতায় মামলার প্রধান আসামী হায়দার তাকে জোরপূর্বক ধর্ষণ করে।এ ঘটনায় ধর্ষিতা কিশোরী ঘটনার রাতেই ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে পুলিশ তা মামলা হিসেবে গ্রহন করে।পরে ওই দিন রাতেই মামলার প্রধান আসামী হায়দারকে গ্রেফতার করে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা ফরহাদ জানায়, মামলা হওয়ার পর থেকেই গ্রেফতারকৃত মনির পালিয়ে বেড়াচ্ছিলো। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শারজাহান রি- রোলিং মিলস্ এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করা হয়। অপর আসামী বাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।