Logo
HEL [tta_listen_btn]

বন্দরে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৪

বন্দরে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৪

বন্দর সংবাদদাতা:
জেলা মাদক দ্রব্য নিয়নন্ত্রন অধিদপ্তর ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গত সোমবার (২১ডিসেম্বর) দুপুরে ও সন্ধ্যায় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় পৃথক দুই মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ১৪(১২)২০ ও ১৫(১২)২০। থানা সূত্রে জানা গেছে, জেলা মাদক দ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল বারেক দেওয়ানসহ তার সঙ্গীয় ফোর্স বন্দর থানার ফরাজিকান্দাস্থ লাহরবাড়ী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হান্ডেট মামুনের বাড়ীতে অভিযান চালায়। অভিযান কালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ৫ গ্রাম হেরোইনসহ উক্ত এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী হান্ডেট মামুন (৪৮) ও একই এলাকার মৃত মোসলেম উদ্দিন মিয়ার ছেলে দিলিপ মিয়া (৪৫) কে গ্রেফতার করে। অপর দিকে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স ওই দিন সন্ধ্যায় বন্দর থানার ফুলহরস্থ আসমানী মাঠ বাসস্ট্যান্ডের গুডি বাবুলের দোকানে সামনে বিশেষ অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফুলহর এলাকার মৃত মজিবুর রহমান মিয়ার ছেলে নাজমুল হক (৩০) ও একই এলাকার মৃত রমিজ উদ্দিন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের পৃথক মাদক মামলায় মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com