Logo
HEL [tta_listen_btn]

বাসদ নেতার বিরুদ্ধে মামলার  প্রতিবাদে মিছিল ও সমাবেশ

বাসদ নেতার বিরুদ্ধে মামলার  প্রতিবাদে মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাসদ নেতা অসিত বরণ বিশ^াসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার চক্রান্ত্রের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ২নং রেলগেট থেকে শুরু হয়ে মন্ডলপাড়া, টানবাজার ঘুরে না’গঞ্জ প্রেসক্লাবে এসে সমাবেশ স্থলে মিলিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, বেলায়েত হোসেন, এস এম কাদির, আবুল কালাম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, হকার ইস্যুতে গত ২০১৮ সালের ১৬ জানুয়ারি সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে গত ২০ ডিসেম্বর ২০২০ নাঃগঞ্জ আদালতে একটি মামলার আবেদন করা হয়। ইতিমধ্যে আদালত সদর থানার ওসিকে ২২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন। মামলার আবেদনে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাসদের জেলা কমিটির সদস্য অসিত বরণ বিশ^াসকে ৩ নং আসামি করা হয়। শুধু তাই নয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, প্রধান আইনজীবী এড.মাহবুবুর রহমান মাসুমকেও আসামী করা হয়। ঘটনার সাথে অসিত বরণ বিশ^াসের কোন সংশ্লিষ্টতা নেই। এটি অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ অভিযোগে ১৭ জন আসামিকে বিএনপি-জামাতের লোক হিসেবে বলা হয়েছে। শুধু তাই নয় ঘটনা ঘটার প্রায় ৩ বছর পর আদালতে মামলাটি করা থেকেও এটি বুঝা যায়। জনপ্রিয় নেতা অসিত বরণ বিশ^াস দুইবারের কাউন্সিলর। সামনে যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচন সেহেতু তাকে পরাজিত করার উদ্দেশ্যেই এই ষড়যন্তমূলক মামলায় তার নাম অন্তর্ভূক্ত করা হয়। গত নির্বাচনেও এই চিহ্নিত গোষ্ঠী ষড়যন্ত্র করে ছিলো কিন্তু অসিত বরন বিশ^াসকে ঠেকাতে পারেনি। মামলার বাদি নিয়াজুল চিহ্নিত সন্ত্রাসী। একসময় নারায়ণগঞ্জের মানুষ নিয়াজুলকে সন্ত্রাসের চার খলিফার এক খলিফা বলতো। সে দর্জি থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে সন্ত্রাস, চাঁদাবাজির মাধ্যমে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি সংঘটিত ঘটনায় তার অস্ত্র হাতে আক্রমনের চিত্র পরের দিন সব পত্রিকায় বেরিয়েছে। এসব সাংবাদিকদের কাছে ভিডিও ফুটেজও রয়েছে। একজন চিহ্নিত সন্ত্রাসীর স্বর্ণের চেইন ও দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ খুবই হাস্যকর। নেতৃবৃন্দ এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে রাজপথে সংগ্রাম গড়ে তোলার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতির উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com