সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একদিন ব্যাপি এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সৌজন্যে খেলাটি আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) নাসিক ৬নং ওয়ার্ডের এসও রেললাইল সংলগ্ন বালুর মাঠে গোদনাইল স্পোর্টস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে একাডেমির ছাত্রদের নিয়ে ৬টি দল গঠন করা হয়। দলগুলো হলো ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা, রাজশাহী ও চট্টগ্রাম। টুর্নামেন্টে ফাইনাল খেলে ঢাকা ও খুলনা। ফাইনালে খুলনা ৩-০ গোলে ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জোবায়ের আলম হীরা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক ইউসুফ আলী মাসুদ, ৬নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক মানিক মাষ্টার দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব,৬নং ওয়ার্ড ছাতর্লীগের সাধারণ সম্পাদক আমির হামজা সানি, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আঃ কাদিরসহ স্থানীয় আরো অনেকে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।