সোনারগাঁসংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাসুত্রে জানাযায়, মোরগাপাড়া চৌরাস্তার মোড় দিয়ে নানীর সাথে একটি ছেলেওএকটি মেয়ে শিশু যাচ্ছিলো। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৪৯৯৭) এসে তাদের ধাক্কা দিলে মেয়ে শিশুটি পরে গিয়ে উঠতে না পারায় ট্রাকের প্রথম চাক্কার নিচে তার মাথা চলেযায়। এবং ঘটনাস্থলেই শিশুটি মারাযায়। এ বিষয়ে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুলরহমান জানান, আমরা শিশুর লাশটি থানায় নিয়ে এসছি। এবং ট্রাকটিও জব্দকরার পাশাপাশি ট্রাকচালক মোঃ মোমিন (২৭)কেও আটককরেছি। কিন্তু ট্রাকের হেল্পার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।