Logo

নিয়াজুলের মামলা নিয়ে  মেয়র আইভী যা বললেন

নিয়াজুলের মামলা নিয়ে  মেয়র আইভী যা বললেন

নিজস্ব সংবাদদাতা:
হকার ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিয়াজুলের মামলার প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে নিয়াজুল-শাহ্ নিজামরা হামলা করলেন। পুলিশ প্রশাসনের সামনে ওই হামলায় আমি, আওয়ামীলীগ নেতাকর্মী, সাংবাদিকসহ অনেক মানুষ আহত হলেন। সেই হামলার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলো। পুলিশ কীভাবে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে চূড়ান্ত প্রতিবেদন দিলো? হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনার তদন্তে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখানে পুলিশের নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন ওঠে না? আমার উপর হামলার ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ দেড় বছর মামলা নেয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশনায় মামলা নেওয়া হয়। গত ২০ ডিসেম্বর আদালতে মামলা করেন হকার ইস্যুতে সংঘর্ষের দিন অস্ত্র প্রদর্শনকারী সাবেক যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম। ওই মামলায় সিটি মেয়র আইভীর নেতৃত্বে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ আনেন তিনি। মামলায় মেয়রের ছোট ভাই, ভাগনে, সিটি কর্পোরেশনের ৪ কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি, বাসদ নেতা ও সাংবাদিকসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com