Logo

না’গঞ্জে পৌঁছেছে সাড়ে ১৬ লাখ নতুন বই

না’গঞ্জে পৌঁছেছে সাড়ে ১৬ লাখ নতুন বই

নিজস্ব সংবাদদাতা:
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চাহিদার ৯৫ শতাংশ নতুন বই নারায়ণগঞ্জে পৌঁছেছে। গতকালবুধবার (২৩ ডিসেম্বর) থেকে স্কুল পর্যায়ে নতুন বিতরণ শুরু হয়েছে। এবার জেলায় প্রায় সাড়ে ১৭ লাখ নতুন পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী সকল স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথমদিন থেকেই শিক্ষার্থীদের হাতে বই পৌছানোর কার্যক্রম শুরুকরার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষাঅফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যমতে, নারায়ণগঞ্জে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনপর্যন্ত (সর্বশেষ বুধবার) মোট ১৬ লাখ ৪০ হাজার ৪৩২ হাজার নতুন বইএসে পৌছেছে। চাহিদারয়েছে ১৭ লাখ ৩২ হাজার ৩০২। শিক্ষা অফিসের হিসেব অনুযায়ী, জেলায় মোট ৫৪৭টি সরকারিপ্রাথমিক বিদ্যালয় এবং১১২৮টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। দুইমিলিয়ে মোট ৩ লাখ ৬৬ হাজার ৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের সকলের কাছেবছরের প্রথমদিন থেকেই বইবিতরণ কার্যক্রম শুরুহবে। তবেঅন্যান্য বছরের মতো বইউৎসব আয়োজনে করোনাভাইরাসের বিষয়টি সর্বাধিক বিবেচনায় রাখাহচ্ছে। প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সারা দেশে করোনাভাইরাসের প্রকোপএখনওরয়েছে। অন্যান্য বছরের মতো বইউৎসবে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থির বিষয়টি এবার হবেনা। বইবিতরণের জন্য সরকারি কয়েকটি নির্দেশনা রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের জড়ো করা হবেনা। শ্রেণি অনুযায়ী ভাগকরে অভিভাবকদের কাছে বইবিতরণ করা হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি-বাড়িবই পৌছে দেওয়াহবে। সদরউপজেলার ৭৪ নম্বর কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে বোঝাই করে রাখাহয়েছে প্রাকপ্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই। চাহিদা অনুযায়ী সরকারিপ্রাথমিক বিদ্যালয় গুলোতে পাঠানো হচ্ছে নতুন বই। এসবের তদারকি করছেন সহকারী উপজেলা শিক্ষাকর্মকর্তা গুলসান আরা বেগম। জেলাপ্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল বলেন, জেলায় চাহিদা অনুযায়ী ৯৫ শতাংশ নতুন বই ইতিমধ্যে এসে পৌছেছে। বইগুলো বিদ্যালয় গুলোতে পাঠানোর কাজ শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com