কামরুজ্জামান, ফরিদগঞ্জ(চাঁদপুর) :
আজ কাকডাকা ভোর ছ টায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ রায়পুর সড়কের গৃদকালিন্দিয়াতে উল্টোদিকথেকে আসা বাস ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে উভয় জানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের অংশ পুরোপুরি ভেঙ্গে গেছে। বাস চালকসহ মোট ৪ জন আহত হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান ভোরে ঘন কুয়াশার কারনে চাঁদপুর মুখি ট্রাক ও রায়পুর মুখি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জোনাকী বাস এর মুখমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে তার আল্লাহর অশেষ রহমতে কারো মৃত্যু হয়নি। বাসের চালকসহ চারজন আহত হয়েছে। থানা পুলিশ তৎক্ষনাৎ উপস্থিতিতে রাস্তার প্রতিবন্ধকতা দুর করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।