Logo
HEL [tta_listen_btn]

বঙ্গবন্ধু সড়কে ময়লার স্তুপ

বঙ্গবন্ধু সড়কে ময়লার স্তুপ

নিজস্ব সংবাদদাতা:
সড়কের উপর ময়লা-আবর্জনার বিশাল স্তুপ। সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। কাপড়ে নাক ঢেকে চলতে হচ্ছে পথচারীদের। নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের আলমখান লেনেপুরাতন কোর্ট ভবনের সামনে সড়কেরউপরে প্রতিদিনের চিত্র এটি। এতে সৃষ্ট ময়লার স্তুপের কারণে সড়কটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার দূর্গন্ধে এ সড়কে চলাচল কারী হাজারো মানুষের নাভিশ্বাস চরমে, সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছে পথচারীরা। সড়কটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হলেও তা যেন দেখার কেউ নেই। জানাযায়, ২০১১ সালের নারায়ণগঞ্জ, কদমরসূল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে গঠিত হয় দেশের ৭ম সিটি কর্পোরেশন তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সিটিকর্পোরেশনে রয়েছে বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ও কর্মকর্তা। কিন্তু সঠিক সময়ে নগরীর অনেক স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার করা হয় না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। আরওজানাযায়, আগে নগরীর বিভিন্ন স্থানের ময়লা গুলো অফিস আওয়ার বা অফিস-আদালতের কার্যক্রম শুরুর আগেই ময়লাগুলো ট্রাকে করে সরিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলাহতো। তবে, বিগত কিছু দিন যাবৎ প্রতিদিন আর ময়লা পরিস্কার করা হয় না। কিন্তু কেন সঠিক সময়ে ময়লা গুলো সরানো হয় না তাজানেনা স্থানীয়রা। স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ীবলেন, আগেপ্রতিদিনসকাল ৮ টা থেকে ১০ টারমধ্যে ময়লা গুলো এখান থেকে সরিয়ে নেয়া হতো। কিন্তু প্রায় মাস খানেকেরও বেশী সময় ধরে সপ্তাহেএকদিন বা দুদিন ময়লাগুলো সরানো হয়। ফলে সপ্তাহের বেশীর ভাগ সময়ই এভাবে রাস্তার উপর ময়লা আবর্জনার  স্তুপ হয়ে থাকে। আরও অনেকে জানায়, সড়কের ওপর আবর্জনার স্তুপ দেখে মনে হয় এটা রাস্তা তো নয় যেন ময়লার ভাগাড়। এ ময়লার দুর্গন্ধসহ্য করেই বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে। কিন্তু চলাফেরা করার সময় অবশ্যই নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে। সরেজমিনেগিয়ে দেখা গেছে, পুরাতন কোর্ট ভবনেরসামনে বঙ্গবন্ধু সড়কেরউপরবিশালাকারময়লার স্তুপ হয়েআছে। স্তুপের দুর্গন্ধে মানুষকেনাকেরুমালদিয়েচলাচলকরতে হয় সড়কের পাশে গড়েউঠা এ ময়লার ভাগাড়ের কারণে। এমতাবস্থায় কর্তৃপক্ষের এ বিষয়ের উপর সু-দৃষ্টি একান্ত প্রয়োজন বলেওমনেকরেন সচেতন মহল। এ বিষয়েজানতে যোগাযোগকরাহলেনাসিকেরপরিচ্ছন্নকর্মকর্তাহিরণবলেন, যে ট্রাকদিয়ে এ স্থানেরময়লা ফেলাহতো সে ট্রাকড্রাইভারে র মামারা গেছে। তাই কিছুটা দেরী হয়েছে। তবে আমরা ময়লা সরিয়ে ফেলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com