Logo

বিকেএমইএ’র উদ্যোগে দোয়া মাহফিলে এমপি সেলিমওসমান ব্যক্তি জীবনে শিল্পী ছিলো স্পষ্ট ভাষী মানুষ

বিকেএমইএ’র উদ্যোগে দোয়া মাহফিলে এমপি সেলিমওসমান ব্যক্তি জীবনে শিল্পী ছিলো স্পষ্ট ভাষী মানুষ

নিজস্ব সংবাদদাতা
বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি (অর্থ) মোঃহুমায়ুন কবীর খাঁন শিল্পীর রুহের মাগফিরাত কামনায় দোয়ামাহফিলের আয়োজন করা হয়েছে। মোঃহুমায়ুন কবীর খাঁন শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করায় বিকেএমইএ পরিবার গভীরভাবে শোকাহত।বুধবার (২৩ ডিসেম্বর) বিকেএমইএ’র নারায়ণগঞ্জস্থ প্রধানকার্যালয়ে বিকেএমইএ’র উদ্যোগে দোয়ামাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়ামাহফিলে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে সভাপতি একেএম সেলিমওসমান, এমপি বলেন, অত্যন্ত স্নেহের একজনকে হারালাম আমি। এই শুন্যতা পূরণ হবার নয়। ওর দীর্ঘ দিনের ইচ্ছা ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে পায়ে হাত দিয়ে সালাম করবে। আমি তাকে মাননীয় প্রধানন্ত্রীর কাছে নিয়ে গিয়ে ছিলাম। তিনি ওর মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়ে ছিলেন ও যেনো সুখে থাকে। ব্যক্তি জীবনে‘শিল্পী’ছিলো অত্যন্ত স্পষ্টভাষী মানুষ। সে যেভাবে দায়িত্ব পালন করেছে তা আগামী দিনের তরুণদের জন্য অনুসরণীয়। মহানআল্লাহ যেনো তাঁকে পরকালে ভালো রাখেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।উক্ত দোয়ামাহফিলে বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক মনসুর আহমেদ, খন্দকার সাইফুলইসলাম, সাবেক সহ-সভাপতি (অর্থ) জি এম ফারুক, সাবেক পরিচালক শহীদউদ্দীন আহমেদ আজাদ, ফারুক বিন ইউসুফ পাপ্পু, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলিএবংবিকেএমইএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মরহুম হুমায়ুন কবীর খাঁনশিল্পী গত ১৮ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা ২৪ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেডহাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। ১৯ডিসেম্বর বাদ জোহর টানবাজার জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩০ মিনিটে মাজদাইর কেন্দ্রিয় গোরস্থান মসজিদে দ্বিতীয় জানাযার পর উক্ত গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি ২০১৭-১৯ মেয়াদে বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিন মেয়াদে বিকেএমইএ’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com