নিজস্ব সংবাদদাতা:
মহামারি করোনায় প্রথম দিকে আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের কোয়ারেন্টিনের জন্য স্থান করে দেয়ার জন্য জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জেলা পুলিশের প্রায় তিন শতাধিক কর্মকর্তা করোনার সময় করোনায় আক্রান্ত হয়েছিলো। সে সময় আমরা এই কর্মকর্তাদের কোয়ারেন্টিন করবার জায়গা পাচ্ছিলাম না। তখন আমাদের পাশে এসে দাড়িয়েছিলো জেলা ক্রীড়া সংস্থা। তাই জেলা ক্রীড়া সংস্থাকে আমি ধন্যবাদ জানাই। সোমবার (২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ মাঠে আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্টে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই ধন্যবাদ জানান।তিনি বলেন, করোনাকালীন সময়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের সবাই আমরা একসাথে মিলে কাজ করে উদাহরণ সৃষ্টি করেছি। আমাদের সিভিল সার্জন মহোদয় করোনায় আক্রান্ত হবার পরেও নিজে দায়িত্ব পালন করে গেছেন এ জন্য আমরা সবাই কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।ডিআইজি হাবিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ সুপার বলেন, আমি নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে এসেছি এটা স্যারের অবদান। আমার কর্মজীবনে স্যারের একক নির্দেশনার কারণেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি।আরও বক্তব্য রাখেন ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু প্রমুখ।আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।