Logo

না’গঞ্জে গত ২৪ ঘণ্টায়  করোনায় আক্রান্ত ১৬

না’গঞ্জে গত ২৪ ঘণ্টায়  করোনায় আক্রান্ত ১৬

 

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৪৫৮ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫০ জন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪ জন, সদরে ৩ জন, বন্দরে ২ জন, আড়াইহাজারে ৩ জন ও সোনারগাঁয়ে ৪ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৯ জন ও আক্রান্ত ৩ হাজার ২১৬ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮২০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪১৭ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৭৭ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮০৭ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২১ জন। জেলায় এই পর্যন্ত মোট ৬৩ হাজার ৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৫ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৭৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ৪২ জন, সদর উপজেলার ১ হাজার ৭৬২ জন, রূপগঞ্জের ১ হাজার ৪৭৮ জন, আড়াইহাজারের ৬৬৫ জন, বন্দরের ৩৯৪ ও সোনারগাঁয়ের ৭৩৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com