মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইল পৌরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুমান আরা। আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র হিসাবে নারী নেত্রী আঞ্জুমান আরাকে নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে নড়াইলে মেয়র প্রার্থী আঞ্জুমান আরার নড়াইলে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ ডিসেম্বর (সোমবার) জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এ গণ সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নড়াইলের সীমান্তবর্তী চাঁচড়া এলাকা থেকে তাঁকে জেলা মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা পরিয়ে দেয়া হয়। পরে শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ফজলুর রহমান জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সহ-সভাপতি গুলশান আরা, সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবুল সাহা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আওয়ামীলীগের মেয়র প্রার্থী নারী নেত্রী আঞ্জুমান আরা আবেগ আপ্লুত হয়ে সবার প্রথমে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আমাকে যোগ্য মনে করে নৌকার মাঝি করেছেন, আমি আপনাদের সহযোগীতায় নৌকাকে জিতিয়ে নিয়ে তার দেয়া এ সম্মান অক্ষরে অক্ষরে পালন করতে চাই, পৌরবাসীর সেবা করতে চাই। আমার স্বামী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাড. সিদ্দিক আহম্মেদ ও আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আমাদের পরিবার সব সময় আওয়ামী লীগের সাথে আছে, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার স্বামী মরহুম অ্যাড. সিদ্দিক আহম্মেদ আজীবন কাজ করে গেছেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার স্বামী নেই, ২ মেয়ে তাদের বিয়ে হয়ে গেছে, আমি নড়াইল পৌরসভার সাধারণ জনগনের সেবা করতে চাই। তাদের সুখ দুঃখের সাথী হতে চাই।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।