Logo
HEL [tta_listen_btn]

মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে  ঠেলে দেয়ার চেষ্টা করছে :এড. খোকন সাহা

মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে  ঠেলে দেয়ার চেষ্টা করছে :এড. খোকন সাহা

 

বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, বাংলাদেশ জিয়া,এরশাদসহ সকলেরই ভাষ্কর্য আছে। তাহলে তাদের টার্গেট কেন বঙ্গবন্ধু’র উপর। নারায়ণগঞ্জের সিংহ পুরুষ আমার নেতা একেএম শামীম ওসমানের ৯ তারিখে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হবে। মৌলবাদীদের বুক সেদিন ধরফর করতে থাকবে। আজকে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একটি মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেয়ার চেষ্টা করছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায়বন্দরে ২২নং ওয়ার্ডস্থ বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারস্থ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,কেউ কেউ আছেন উন্নয়নের নামে লুটপাট করছে নারায়ণগঞ্জে। আমি বলতে গেলেই অপরাধ। ১০ পার্সেন্ট উন্নয়ন আর ৯০ পার্সেন্ট ব্যয় এসবের বিরুদ্ধে বললে যদি আমি অপরাধী হই তাহলে এসব কথা আমি বারবার বলব। আমার কথায় যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার কিছু যায় আসেনা। আমি জনগনের জন্য কাজ করি।এ সময় তিনি নারায়ণগঞ্জের একটি পত্রিকা’র উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা করেন ভালো করে করেন। হলুদে প্রবেশ করিয়েন না। নাসিক’র ২২নং ওয়ার্ড বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি কাজী শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা। নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন,মহানগর মহিলালীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি,থানা আ’লীগ নেতা সহিদুল হাসান মৃধা, কদমরসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহির,যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে,যুবলীগ নেতা মাসুম আহমেদ,ডালিম হাসান,রাজু আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com