Logo
HEL [tta_listen_btn]

সাবেক ফুটবলার গাউস গ্রেফতার

সাবেক ফুটবলার গাউস গ্রেফতার

ফতুল্লাসংবাদদাতা:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার গোলাম গাউসকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবী, আদালতে দায়ের করা ২টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সে। এর মধ্যে একটি মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম গাউস ফতুল্লা থানার মাসদাইর গাবতলী এলাকার মৃত আব্দুল খায়েরের পুত্র। জানা গেছে, গোলাম গাউস নারায়ণগঞ্জের বি আইডাবিøউটিসির হয়ে পাইওনিয়ার লিগ খেলে ১৯৮৩ সালে। এলাকার শেরে বাংলা ক্লাবের হয়ে নারায়ণগঞ্জের দ্বিতীয় বিভাগ ফুটবল খেলা শুরু পরের বছর। খেলেছে স্কুল ফুটবল। অনূর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে এ টুর্নামেন্ট হতো। তাতে ট্রায়াল দিয়ে সুযোগ পেয়ে যায় নারায়ণগঞ্জ জেলা দলে। চট্টগ্রামে সেই টুর্নামেন্টে প্রথম ম্যাচে কিশোরগঞ্জ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে একাই করে ৬টি গোল। পরের খেলায় ঢাকার বিপক্ষে দুই গোল। সে পারফরম্যান্সই ঢাকা লিগে খেলার সুযোগ দেওয়া হয়। ওই টুর্নামেন্টের পর ডাক পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলে। এরপর বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও খেলেছেন গোলাম গাউস। গ্রেফতারেরবিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, গোলাম গাউস ফুটবলার কি না জানি না। আমরা আদালতে দায়ের করা (সি. আর-১১/১৮ ও ১০-১৮) দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছি। যার একটিতে ৩ বছরের সাজাপ্রাপ্তও ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com