Logo
HEL [tta_listen_btn]

গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে না’গঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে না’গঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

নিজস্ব সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিতে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি ও যুবদলের এক অংশ। এ সময় পুলিশের বাঁধায় পন্ড হয়েছে বিএনপি সমর্থকদের সংক্ষিপ্ত সমাবেশ। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে নগরীর নারায়ণগঞ্জ ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে শতাধিক কর্মীর মিছিল বঙ্গবন্ধু সড়ক প্রদর্শন করে প্রেস ক্লাবের সামনে এসে থামেন।মিছিলে মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান নেতৃত্ব দেন। এ সময় তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনর্র্নিবাচনের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলতে দেয়া হয় না। আজকে মামলা দিয়ে বিরোধীদলকে দমন করা হয়। এদেশে বাকশাল কায়েম করতে চায়। অবিলম্বে তত্বাধায়ক সরকারের মাধ্যমে ভোটের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। আমরা এদেশের জনগণের ভাতের অধিকার, প্রতিষ্ঠা করবো। অবিলম্বে এর সরকারকে পদত্যাগের দাবি ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করছি। ক্লাব মার্কেটের সামনে কয়েকজন পুলিশ মোতায়েন থাকলেও বক্তব্য প্রদান কিংবা বিক্ষোভ মিছিলকালে সেখানে বাঁধা দেয়া হয় নি। পরবর্তীতে প্রেসক্লাবের সামনে আবারও দাঁড়িয়ে বক্তব্য প্রদান করতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোস্তাফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স ব্যানার ছিনিয়ে নেয় এবং দ্রুত তাদের কার্যক্রম সমাপ্ত করার জন্য আহ্বান করে।পরবর্তীতে নগরীর আল হাকির সেন্টারের(পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিলডিং) সামনে গিয়ে নেতাকর্মীদের বিদায় দেন এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাগর প্রধানসহ নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com