বন্দর সংবাদদাতা
মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর (বুধবার) বিকেলে ২৫নং ওয়ার্ডস্থ সোমবাড়িয়া বাজার সংলগ্ন এ আয়োজন করা হয়। ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃশাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।খোকন সাহা বলেন, আজ আমি শতাব্দী মহানায়ক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। একইসাথে সকল শহীদদের ও আমার নেতা এ কে এম শামসুজ্জোহাকে স্মরণ করছি। আজকের আলোচনা সভায় মুক্তিযুদ্ধে কথা বলা উচিত হলেও বলতে পারছি না কারণ, ওরা জাতির জনকের ভাস্কর্য ভেঙেছে। সিরিয়া, আফগানিস্তান বানানোর চিন্তা করছে। আমরা জানি কারা অপকর্ম করছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সৃষ্টি। শামীম ওসমানের মতো ওই মৌলবাদীদের বিরুদ্ধে আর কেউ কথা বলে নাই।খোকন সাহা আরও বলেন, আজকের একটি পত্রিকায় লেখা হয়েছে ‘দুলালে রা নেই খোকনের’। কে লিখেছে ওই পত্রিকায় আমি চিনি। সে একসময় ইসলামি ছাত্রশিবির করতো। এবং তার জন্ম নারায়ণগঞ্জের কোন এক বাজারে। ওই ছেলেটা বঙ্গবন্ধু রোডস্থ একটা সংস্থার টাকা নিয়ে লেখালেখি করে চরিত্র হননের জন্য। আরে ভাই ৬০ বছরের লোক আমি, পার্টির সাধারণ সম্পাদক। খোকন টা কে, আগে পিছে কিছু নাই? আমার সন্তানের বয়সীই হবে, নইলে লেখেন আপনার বাবা খোকন সাহা কিংবা আপনার দুলাভাই। খুব রাগে কথাগুলো বলছি। টাকা নিয়ে নিউজ করে ড্যামেজের চেষ্টা করেন?কাউন্সিলর দুলালের প্রসঙ্গে এ্যাডভোকেট খোকন সাহা বলেন, তার বিরুদ্ধে শ্মশান ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছিল। তাকে জিউস পুকুরের দখলদারদের কাঁতারে ফেলতে চেয়েছিল। আরে ভাই শ্মশান ও কবরস্থানের জায়গা সিটি কর্পোরেশনের।আর জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি। দুলালের সেই জায়গায় মেয়র গিয়েছিল, সে কবরস্থান ও শ্মশান পরিদর্শন করেছে দুলালকে নিয়ে। সেখানে মেয়র বললেন, দখলদারিত্বের কোন চিহ্ন নেই। কি লেখেন আপনারা?খোকন সাহা আর বলেন, লেখছেন মাইনাস টু ফর্মুলা। জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। একজন নির্বাচিত প্রতিনিধির টাকা নিয়ে লেখলেন ‘মাইনাস টু ফর্মুলা’। আপনার বিরুদ্ধে মামলা হতে পারে বুঝেন? লেখছেন দুই প্রেসিডেন্টকে মাইনাস করার চেষ্টা মহানগর ও জেলার। আনোয়ার ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক, সে খুব ভালো লোক। হাই ভাইও খুব ভালো লোক। আনোয়ার ভাইয়ের সাথে আমার লাগাইয়া দেয়ার চিন্তা। ১৭ বছর যাবত আনোয়ার ভাই সভাপতি। বুইঝা নিউজ কইরেন। আগামীকাল থেকে লেখবেন আমার বাবা খোকন সাহা। আবর্জনা খেয়ে নিউজ করে নেতাদের ড্যামেজ করেন। যখন সেই সম্পাদককে জিজ্ঞেস করি, সে বলে ওমুক লিখে, আমি না। আমি বলি মামলা খাইলে তুমি খাবা, কিন্তু মামলা করবো কার বিরুদ্ধে। সম্পাদককে বললাম আবর্জনা পরিষ্কার করে পত্রিকা চালাও, গীবত গাইয়ো না। এই ধরনের নিউজ একজন করাচ্ছেন। সাবধান হয়ে যান।মাদক প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাদক আমাদের সমাজে ঢুকে গেছে। মাদক থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। এই দায়িত্ব আমাদের সকলের।২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃশাহ্ আলম বলেন, শেখ হাসিনা উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন বাংলাদেশে। আমরা এই এলাকার মানুষদের প্রধানমন্ত্রীর মাধ্যমে অনেক উন্নয়ন করে দিয়েছি। সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন। নির্বাচনে এ্যাড.খোকন সাহা, রশীদ ভাই আপনারা এগিয়ে যান আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আমরা সবাই আপনাদের সাথে আছি।অনুষ্ঠানে ২৫ নং ওয়ার্ড বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাড.মোঃআল-আমীন মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃজুয়েল হোসেন, সাবেক কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।