Logo

আ’লীগের কর্মী তৈরির কারখানা  হচ্ছে ছাত্রলীগ: খোকন সাহা

আ’লীগের কর্মী তৈরির কারখানা  হচ্ছে ছাত্রলীগ: খোকন সাহা

নিজস্ব সংবাদদাতা:
আমরা আমাদের সময় অনেক সতর্ক হয়ে রাজনীতি করতাম। তোমাদের মনে রাখতে হবে, ছাত্রলীগের গৌরবময় ইতিহাসের কথা। ১৯৪৭ সালে যখন ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু দেখলেন আওয়ামী মুসলিমলীগ দিয়ে এ দেশের মানুষের মুক্তি আসবেনা। জাতির জনক বঙ্গবন্ধু তখন চিন্তা করলেন ছাত্র সংগঠন তৈরি করতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশনায় আজকের এই দিনে গড়ে উঠে ছিলো ছাত্রলীগ।সোমবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এসব কথা বলেন।খোকন সাহা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি বিশ্বাস করি আমরা যে কাজ করতে পারি নাই, তোমরা সে কাজ গুলো করে সোনার বাংলা বিনির্মানে নেত্রীকে সহযগীতা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করবে। মানুষের সকল বিপদ আপদে সরকার এগিয়ে এসেছে। সরকারের উন্নয়নের কথা অনেক প্রচার হচ্ছে না, আমরা যখন কাজ করতাম তখন আমরা আওয়ামী লীগের ভ্যান গার্ড হিসেবে কাজ করতাম। আমরা গ্রাম বাংলায় আওয়ামী লীগের উন্নয়নের কথা প্রচার করতাম। নেত্রীর উন্নয়নের কথা ঘরে ঘরে পৌছে দিতে হবে। আজ যদি মহানগরের তোমরা সবাই নিজ নিজ এলাকায় নেত্রীর উন্নয়নের কথা প্রচার করো, তাহলে প্রতিটি মানুষ বর্তমান সরকারের উন্নয়নের কথা জানবে। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করছি তারা সবাই এক সময় ছাত্র রাজনীতি করেছি। আওয়ামী লীগের কর্মী তৈরি করার কারখানা হচ্ছে ছাত্রলীগ।খোকন সাহা আরো বলেন, তোমরা যারা ছাত্রলীগ করো তারা অনেকেই হয়তো জানো না, তোমাদের নেতা শামীম ওসমানের বাবা প্রয়াত নেতা সততার কিংবদন্তি সামসুজ্জোহা সাহেব ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন। শামীম ওসমানের মা নাগিনা জোহা আমাদের চাচী একজন ভাষা সৈনিক ছিলেন। প্রয়াত নেতা সামসুজ্জোহা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। চাষাড়ার বাইতুল আমান ভবন থেকে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের গৌরব উজ্জল ভুমিকা সামনে আনতে হবে, ১৯৭১ সালে ছাত্রলীগের ভুমিকা অনেক। আমাদের বয়স ৬০ হয়েছে, আমরা আর পারছি না। তোমরা শামীম ওসমান বলো, বাদল চাচা বলো, আমাদের সবার বছর ৬০ পার হয়ে গেছে। নেত্রীর নির্দেশনা অনুযায়ী তোমরা কাজ করবে, নেত্রী নির্দেশ দিয়েছে, এই করোনা কালীন সময়ে মিটিং মিছিল করা যাবে না।মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল।সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু,মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলার সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com