নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকএড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল (ভিপি বাদল) বলেছেন,ছাত্রলীগের মধ্যে আমি বঙ্গবন্ধুর আদর্শের ছায়া দেখি। তিনি বলেন,চেতনার মধ্যে আমি শান্তি খুঁজে পাই, শক্তি খুঁজে পাই। কেননা একসময় আমরাও ছাত্রলীগ করতাম। কোনো ব্যাক্তি বলয়ে নয়, আদর্শের মাধ্যমে যে ব্যাক্তি সৃষ্টি হয়েছে, তার নাম অয়ন ওসমান। এখানে আজ যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমি আজ শেখ রাসেলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। যাকে ১৯৭৫ সালে নৃশংস ভাবে হত্যা করছে। সোমবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২নং গেট সংলগ্ন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপস্থিত ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্য করে ভিপি বাদল বলেন, আজ আমি খুব মর্মাহত কারণ, আজ আমাদের একজন প্রিয় বন্ধু এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের প্রাণ প্রিয় মুক্তার ভাই। ১৯৪৭ সালে ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও যৌবনের উষ্ণতা দিয়ে গড়া এই বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ছাত্রলীগ। বঙ্গবন্ধুর চিন্তা চেতনা স্বপ্নের বাংলাদেশ হলো ছাত্রলীগ, ১৯৫২ সালে মায়ের ভাষার জন্য যারা রাজপথ রক্তে রঞ্জিত করেছিলো তার নাম বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের মধ্যে আমি বঙ্গবন্ধুর আদর্শের ছায়া দেখি, শেখ হাসিনার আদর্শের প্রতিচ্ছবি দেখি, আমাদের প্রয়াত নেতা শামসুজ্জোহা ভাইয়ের ছবি দেখি। ছাত্রলীগের জন্য কিন্তু লেখাপড়া বাদ দিয়ে কখনো ছাত্রলীগ করা যাবে না। ছাত্রলীগ হতে হলে মেধাবী হতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বাবা মায়ের নাম রাখতে হবে যাতে কোনো বদনাম না হয়। ‘অন্যায় এবং পাপের মধ্যে খারাপের সৃষ্টি ভালোর মধ্যে শান্তির সৃষ্টি’ এতে আত্মতৃপ্তি পাওয়া যায়।ভিপি বাদল বলেন, একবার পুলিশ এসেছিলো তোলারাম কলেজ থেকে শামীম ওসমানকে গ্রেফতার করার জন্য। তখন আমরা পুলিশকে বাধা দিতে ঝাপিয়ে পড়েছিলাম যেমনভাবে চুনকা ভাইকে গ্রেপ্তারের পর শামীম ওসমান বললো চুনকা ভাইকে আমাদের মুক্ত করতে হবে। নাইলে পুলিশের গাড়ি ছাড়বো না। শামীম ওসমান সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। আজকে শামীম ওসমানের যে চেইন অব কমান্ড আছে। যারা আজ বড় বড় কথা বলেন সিটি করপোরেশনের চেয়ারে বসে, তাদের সেই চেইন অব কমান্ড নেই। আমরা চাই ঐক্যবদ্ধের আওয়ামী লীগ ঐক্যবদ্ধের ছাত্রলীগ। আমরা কোন দ্বিধাবিভক্তি চাই না। আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নাই। আমরা ঐক্যের প্রতিক।ভিপি বাদল আরো বলেন, আমাদের চেইন অব কমান্ড ছিলো একেএম শামসুজ্জোহা ভাই। একদিনে আমরা তৈরি হই নাই। শামীম ওসমান ও আমরা স্লোগানে শুরু করেছিলাম রাজপথ কাপিয়ে। এভাবেই শামীম ওসমান তৈরি হয়েছে। আমরা তৈরি হয়েছি। উইড়া আইসা জুইড়া বসি নাই। আমরা নির্বাচনে চেয়ার পাওয়ার জন্য রাজনীতি করি না। অনেকই আছে রাজনীতি করতে চায় না । চেয়ার দখলের আশায় থাকে। আমরা তা করি না।উক্ত সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলার সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।