Logo

ত্বকী হত্যার ৯৪তম মাসে  সাংস্কৃতিক জোটের আলোকপ্রজ্বালন

ত্বকী হত্যার ৯৪তম মাসে  সাংস্কৃতিক জোটের আলোকপ্রজ্বালন

নিজস্ব সংবাদদাতা:
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯৪ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোকপ্রজ¦ালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯৪ মাস অতিক্রান্ত হলো। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের পরিচিত টর্চারসেল উইনার ফ্যাশনে ১১ জন ঘাতক মিলে ত্বকীকে হত্যা করে। দীর্ঘ এ সময়েও তদন্তকারী সংস্থা র‌্যাবের তদন্ত শেষ করে তৈরী করে রাখা অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই। দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার এইটি একটি নগ্ন উদাহরণ। ত্বকী হত্যার ৯৪ মাস উপলক্ষে আগামী ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোকপ্রজ¦ালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com