Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে ২৪ ঘণ্টায় ১০করোনা রোগী

না’গঞ্জে ২৪ ঘণ্টায় ১০করোনা রোগী

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৫৬৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫১ জন। বৃহস্পতিবার (৭জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানাযায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন, সদরে ৩ জন,আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ২ জন ও রূপগঞ্জে ১ আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৯ জন ও আক্রান্ত ৩ হাজার ২৬৮ জন। অন্যদিকে সদর উপজেলায়মারাগেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৪৪ জন। বন্দরউপজেলায়আক্রান্তেরসংখ্যা ৪২৩ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৮১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮১৬ ও মারা গেছেন ২৪ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৬ জন। জেলায় এই পর্যন্ত মোট ৬৫হাজার ১৯৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৯জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ২৫৩ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ১২০ জন, সদর উপজেলার ১ হাজার ৭৮৫ জন, রূপগঞ্জের ১ হাজার ৫০০ জন, আড়াইহাজারের ৬৬৮ জন, বন্দরের ৪০৭ ও সোনারগাঁয়ের ৭৭৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com