Logo

আড়াইহাজার আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আড়াইহাজার আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আড়াইহাজার সংবাদদাতা:
সম্মেলনের দেড় বছর পর আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করাহয়েছে। কমিটিতে সাংসদ নজরুলইসলাম বাবু সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন আগের কমিটির সহ-সভাপতি খুরশীদ আলম সরকার। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুলহাই ও সাধারণসম্পাদক আবুহাসনাত মোঃশহীদ বাদল। ৭১ সদস্য কমিটিতে সাংসদ ঘনিষ্ঠ নেতাকর্মীরা স্থান পেয়েছেন। বাদ পড়েছেন মিজানুর রহমান বাচ্চু ও ইকবাল পারভেজ সমর্থক নেতা কর্মীরা। এর আগে দীর্ঘ ১৫ বছর পর ২০১৯ সালের ২২ জুলাই আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন স্থানীয়সাংসদ নজরুলইসলাম বাবু।তার আগে ২০০৪ সালের মার্চে শাহজালাল মিয়াকে সভাপতি ও এড.আব্দুর রশীদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছিল জেলা কমিটির কাছে। কিন্তু দীর্ঘ পনেরো বছরেও সে কমিটির অনুমোদন নাহওয়াতে প্রস্তাবিত কমিটির মাধ্যমেই চলছিল সংগঠনিক কার্যক্রম। ঘোষিত পূর্ণাঙ্গ এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ৯ জন। তাঁরাহলেন- মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, কাজী বেনজীরআহমেদ, সিরাজুলইসলামভূইয়া,লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান, আবুতালেব মোল্লা, মনির হোসেন শিকদার, মেহের আলী মোল্লা, রফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক ৩ জন হলেন- মোজাম্মেল হক জুয়েল, হালিম শিকদার, মাহবুবররহমান রোমান। সাংগঠনিকসম্পাদকহিসেবে ৩ জন হলেন- আমিনুলইসলাম, সাইফুররহমান, আমানউল্লাহ। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ পদে ইব্রাহীম মোল্লা, আইনবিষয়ক সম্পাদকএড. সেলিম আল এমরান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শমসের জামান, তথ্য ও গবেষনা সম্পাদক বেলাল হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আ. হাইভুইয়া, দফতর সম্পাদক আবুলহাসেন প্রফেসর, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুকবুল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুলহক মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনাপারভিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিন্দ্র চন্দ্র দে, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আ. লতিফ মোল্লা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর নুরুজ্জামান, শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিয়ামোঃ সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. গোলাম মোস্তফা, সাংগঠনিকসম্পাদক আমিনুলইসলাম, সাইফুররহমান, আমানউল্লাহ, সহ দফতরসম্পাদক বিল্লাল হোসেন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ। তাছাড়াও কার্যকরীসদস্য পদে আছেন এনাজুররহমান চৌধুরী, আলহাজ্ব শাহাজালালমিয়া, এড.আব্দুররশিদ ভূইয়া, মুজাহিদুররহমান হেলো, আলহাজ্ব সুন্দরআলী, গোলাম মোহাম্মদ, মোঃআজহারখান, তাজিমুলইসলাম, ইস্রাফিলভূইয়া, শান্তিভূষন, এবিএম কামরুজ্জামান ফারুক, রফিকুলইসলাম মানিক, বেনুজীর আহমেদ ভূইয়া, ফরিদ পাশা, লাকমিয়া, সাহিদা মোশারফ, আলী হোসেন ভূইয়া, সিরাজুলইসলাম ভূইয়া, সাইফুলইসলাম স্বপন, নাজিমউদ্দিন মোল্লা, আরিফুলইসলাম, ইকবাল হোসেনরিপন, শাহিনমিয়া, আহমেদুলকবির উজ্জল, রেজাউলকরিম, নাজমুলহক, সেলিমমিয়া, মামুন অর রশীদ, মাহবুবুররহমান বাবুল, আলাউদ্দিন (জিএস), মোঃশরিফুল  নামুলহকবাদল, আবুল হোসেন, জোনায়েদ ভুইয়া প্রিন্স, সৈকত ভূইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com