Logo
HEL [tta_listen_btn]

নড়াইলে বঙ্গবন্ধু বিজয় দিবস টি-২০ ক্রিকেট ,২০২০-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইলে বঙ্গবন্ধু বিজয় দিবস টি-২০ ক্রিকেট ,২০২০-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে বঙ্গবন্ধু বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ ১২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ বনাম এস এম সুলতান একাদশ। খেলায় টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ এরপর ব্যাটিং এ নেমে এস এম সুলতান একাদশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সক্ষম হয়। ২য় ইনিংসে ১৪৫ রানের লক্ষমাত্রায় ব্যাটিং এ নেমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয় এবং এস এম সুলতান একাদশ ৮ রানে জয়লাভ করে। খেলায় এস এম সুলতান একাদশে জাতীয় পর্যায়ের খেলোয়ার আবু হায়দার রনি, জিয়াউর রহমান ও মোঃ আসরাফুল খেলেছেন এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশের হয়ে সাব্বির রহমান রম্মান ও নাইম হাসান অংশগ্রহণ করেন। এ খলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মোঃ জাহিদ আহসান রাসেল, এম পি, নড়াইল-২ আসনের মাননীয় সাংসদ মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ জসিমউদ্দীন পিপিএম(বার), ডিআইজি (সিআইডি) শেখ নাজমুল আলম পিপিএম বার,বিপিএম বার, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস সহ আরো অনেকে। ফাইনাল খেলায় ম্যান অফ দা ম্যাচ হয়েছেন আল ইমরান, সর্বোচ্চ উইকেট পেয়েছেন আল-আমীন, সর্বোচ্চ রান অফ দা টুর্নামেন্ট ফারদিন হাসান, ম্যান অফ দা টুর্নামেন্ট (১৯২ রান,৫ উইকেট) রাজিবুল ইসলাম। সর্বশেষ রানার আপ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ পেয়েছে ট্রফি এবং ২ লক্ষ টাকার চেক এবং খেলায় চ্যাম্পিয়ান দল এস এম সুলতান একাদশ পেয়েছে ট্রফি এবং ৩ লক্ষ টাকার চেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com