Logo
HEL [tta_listen_btn]

শামীম ওসমান করোনার র‌্যাপিড টেস্ট উদ্বোধন করবেন আজ

শামীম ওসমান করোনার র‌্যাপিড টেস্ট উদ্বোধন করবেন আজ

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ করোনার র‌্যাপিড টেস্ট কার্যক্রমের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধনী আয়োজন করা হবে। এই কার্যক্রমের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলাতেও শুরু হচ্ছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহের ত্রিশ মিনিটের মধ্যেই পাওয়া যাবে ফলাফল। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপিও) ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান, আগামীকাল ১২ জানুয়ারি কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। আর এই কার্যক্রমের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ উপস্থিত থাকবেন। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রসঙ্গে সামসুদ্দোহা সঞ্চয় জানান, ‘পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল দিতে অন্তত চব্বিশ ঘন্টা সময় লাগে। কিন্তু র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ত্রিশ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা যাবে। র‌্যাপিড টেস্টের জন্য হাসপাতালে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই টেস্ট সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জে দৈনিক ১৫ থেকে ২০টি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। যাদের দ্রæত ফলাফল প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com