Logo
HEL [tta_listen_btn]

করোনা র‌্যাপিড টেস্ট উদ্বোধনকালে এমপি শামীম ওসমান বলেন পুরানো কোর্ট এলাকায় মেডিকেল কলেজ হবে

করোনা র‌্যাপিড টেস্ট উদ্বোধনকালে এমপি শামীম ওসমান বলেন পুরানো কোর্ট এলাকায় মেডিকেল কলেজ হবে

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেছেন পুরানো কোর্ট এলাকায় পড়েথাকা ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনে একটি মেডিকেল কলেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ২টায় নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট এর শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন । তিনি বলেন, মহৎ পেশার মধ্যে অন্যতম  হচ্ছে চিকিৎসা সেবা। করোনাকালীন সময় তারা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষকে সেবা প্রদান করেছেন। আমি স্যালুট জানাই সাংবাদিক ভাইদেরকে, যারা  জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মাঝে সংবাদ পৌঁছে দিয়েছেন। নারায়ণগঞ্জ পুরানো কোর্টটি ম্যাজিস্ট্রেট কোর্ট এর জন্য বানানো হয়েছিলো কিন্তু সেটি ব্যবহৃত হয়না। তাই আমি আইন মন্ত্রীকে বলেছি এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করে দেন। তাহলে এটি  মেডিকেল কলেজ করা হবে। তিনি আরো বলেন, মালয়েশিয়াতে করোনাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। সেখানে করোনার সব ধরণের টিকাও চলে গেছে। কিন্ত সেখানেও করোনার কারনে এখন জরুরি অবস্থা জারি করা হয়েছে। সবাই ভাবছে, টিকা আসলো আর ভালো হয়ে গেলাম। কিন্তু বিষয়টি আসলেও সেরকম নয়। করোনার মত বিষাক্ত জিনিস বাংলাদেশে ঢুকে পড়েছে। এই রোগ প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে আরো বেশী সচেতন হতে হবে।  ৩০০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, বিএমএ’র সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র পোদ্দার, র‌্যাপিড এ্যান্টিজেন এর ল্যাব প্রধান মোঃ আমিনুল হক, ডাঃ শেখ ফরহাদ, সার্জারী বিশেষজ্ঞ সাগর সহ হাসপাতালের অন্যান্য ডাক্তার এবং নার্সগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com