ফতুল্লা সংবাদদাতা:
ফতুল্লায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে কমলাপুর স্টেশন থানায় নিয়ে যায়। এ বিষয়ে জিআরপি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, রাত পৌণে এগারটায় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির সাথে অজ্ঞাত এক বৃদ্ধের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বৃদ্ধের মাথার খুলি উড়ে যায়। এসময় তার মৃত্যু হয়। পরে মরদেহ কমলাপুর রেলস্টেশন থানায় আনা হয়। তার নাম পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।