আড়াইহাজারসংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাথমিক পর্যায়ে ৩১ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে। আজ (২৩ জানুয়ারি) ভিডিওকনফারেন্সের মাধ্যমে ঘরগুলো তুলে দেয়া হবে। ধীরেধীরে সকল গৃহহীনদের ঘর প্রদান করা হবে। এর মধ্যে সাতগ্রাম ইউনিয়নে ৪টি, দুপ্তারা ইউনিয়নে ২টি, ব্রাহ্মণদী ইউনিয়নে ২টি ও বিশনন্দী ইউনিয়নে ২টি ঘর দেয়া হবে। এ ছাড়া মাহমুদপুর ইউনিয়নের খাসের কান্দি মৌজায় ২১টি ঘর প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন বলেন, ভ‚মিহীনদের তালিকা আমরা প্রস্তুত করেছি এবং সকলকেই আমরা ঘর প্রদান করবো। ইতোমধ্যে এ লক্ষ্যে জমি নির্ধারণ ও ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রথমে বিধবা, বয়স্ক ও তৃতীয় লিঙ্গের মানুষদের আমরা প্রধান্য দিয়ে ঘর দিচ্ছি। আজ ৩১ টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে। আড়াইহাজারের প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবুসাঈদ মলিকজানান, আমরা সর্বোচ্চ চেষ্টাকরছি যেন ঘর গুলো চমৎকার হয়। ইতোমধ্যে ঘর পেয়ে গৃহহীনরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্মাণ কাজের প্রশংসা করেছেন। তারা সকলেই খুশি। একটিপুরো বাড়িইবলা চলে। প্রতিটি বাড়িতে সব ধরনের ব্যবস্থা রয়েছে এবং বিদ্যুত পানি রয়েছে। আমরা আশা করি এখানে থাকতে কারো কোন অসুবিধা হবেনা। সহকারি কমিশনার (ভ‚মি) উজ্জ্বল হোসেন জানান, আমরা খুঁজেখুঁজে উপযুক্ত স্থানে জমি নির্ধারন করেছি যেন বসবাসরতদের ভবিষ্যতে কোনধরনের সমস্যা না হয়। আমরা অত্যন্ত আনন্দিত গৃহহীনদের ঘর প্রদান করতে পেয়ে। আমরা প্রতিটি গৃহহীন পরিবারের জন্যই ঘর নির্মাণ করতে জমি খুঁজছি। আশাকরছি আমাদেও কোনধরনের অসুবিধা হবেনা এবংযারা ঘর পাবেন তাদেরও প্রতিটি জমি পছন্দ হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।