Logo

১ হাজার ৫০১ বোতল ফেনসিডিল সহ আটক ২

১ হাজার ৫০১ বোতল ফেনসিডিল সহ আটক ২

ভ্রাম্যমানসংবাদদাতা:
১ হাজার ৫০১ বোতল ফেনসিডিলসহ নারায়ণগঞ্জের ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলাপুলিশ। ধারণা করা হচ্ছে, তারা নারায়ণগঞ্জে মাদক ব্যবসা করতেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের গাজীপুর পুলিশসুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ক্যাভার্ডভ্যান জব্দ করা হয়েছিল। গ্রেফতার কৃতরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদিতমারী (বিন্নাগারী) গ্রামেরমোঃ হোসেনের ছেলে সেলিম (৩২) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের মৃত আব্দুসছাত্তার মিয়ার ছেলে মোঃকাওসার মিয়া (৪০)। তারা ফতুল্লা থানার মাসদাইর এলাকার পৃথক দুটিবাসায় ভাড়া থাকেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশসুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বুধবার দিবাগত রাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময়একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই জনকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ক্যাভার্ডভ্যান জব্দকরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com