Logo

ঘরে ঘরে একজন করে  শেখ রাসেল সৃষ্টি করতে হবে: এমপি বাবু

ঘরে ঘরে একজন করে  শেখ রাসেল সৃষ্টি করতে হবে: এমপি বাবু

আড়াইহাজার সংবাদদাতা:
বঙ্গবন্ধুর পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক। সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবনযাপন জননেত্রীকে করে তুলেছে অসাধারণ একজন মানুষ। সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি তিনি। সরকার প্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেননি হাওয়া ভবন’।শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার সদাসদি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আড়াইহাজার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের গোপালদী পৌরসভা শাখা সম্মেলনে, প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, নারায়নগঞ্জর-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু।এসময় নজরুল ইসলাম বাবু বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই অগাস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ভয়াল সেই রাতে জাতির পিতার পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে প্রায় ১১ বছর বয়সী শেখ রাসেলকেও প্রাণ দিতে হয়েছিল। ১৯৮৯ সালের ২০শে ফেব্রæয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং শেখ রাসেলের স্মৃতি জাগ্রত রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ যাত্রা শুরু করে। আজকের শিশু কিশোররা আগামীদের বাংলাদেশের নেতৃত্ব দিবে’।এমপি বাবু আরও বলেন, ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে প্রতিটি ঘরে ঘরে একজন করে শেখ রাসেল সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিশু-কিশোর যেন এ দেশের সঠিক ইতিহাস জানতে পারে সেই লক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সর্বস্তরের কর্মীদের কাজ করতে হবে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থেকে দেশ প্রেমের স্বাক্ষর রাখতে হবে’।মাহাদী হাসান রিফাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালদী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আড়াইহাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন তারেক রহমান মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com