নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহিফল এবং ছিন্নমূল শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে । রোববার (২৪ জানুয়ারি) বিকেলে নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময়ে প্রয়াত জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় করে দোয়া করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফিউদ্দিন রিয়াদের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক শেখ মাগফুর ইসলাম পাপনের সঞ্চালয়নায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের আহŸায়ক রাশিদা জামাল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।