নিজস্ব সংবাদদাতা:
নিতাইগঞ্জের খালঘাট রাস্তার উদ্বোধন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রোববার (২৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ ও ১৮ নং ওয়ার্ডে অবস্থিত ওই রাস্তাটির উদ্বোধন করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহজামান, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, ব্যবসায়ী সংকর সাহা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৫ ও ১৮ নং ওয়ার্ডে অবস্থিত নিতাইগঞ্জের খাল ঘাট রাস্তাটির বেহাল দশা ছিল। রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পুন:নির্মাণ করা হয়, পরবর্তীতে আজ সেটি উন্মুক্ত করে দেয়া হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।