বন্দর সংবাদদাতা:
বন্দরে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যেগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে বন্দর নবীগঞ্জ ২৪ নং ওয়ার্ডে খোকন মাস্টারের বাড়ির সামনে এই কম্বল বিতরন করা হয়।
পাঠাগারের সভাপতি রাজু আহাম্মেদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল (ভিপি বাদল)। অনুষ্ঠানে ভিপি বাদল বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ৭০ হাজার পরিবারের মাঝে উন্নত পাকা ঘর বিতরন করেছেন। এর মাধ্যমে প্রধান মন্ত্রী ৭০ হাজার মানুষের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের নতুন দিগন্তের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী সবসময় গরিব, অসহাদের নিয়ে চিন্তা ভাবনা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশের সবার মুখে হাসি ফুটানো, সেই স্বপ্ন বাস্তবয়নে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন- হাবিবুর রহমান, জুয়েল হোসেন, খোকন মাস্টার, বাবু, শাহাদাত, রাব্বানী, রবিউল হোসেন, আজিজ, আলমগীর হোসেনসহ আরো অনেকে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।