Logo

নড়াইল পৌরসভা নির্বাচনে বিএনপির ৪৯ নেতাকর্মীর নামে মামলা

নড়াইল পৌরসভা নির্বাচনে বিএনপির ৪৯ নেতাকর্মীর নামে মামলা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল সংবাদদাতা :

নড়াইল পৌরসভা নির্বাচনে ভোটারদের ভয়ভীতি ও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ৪৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের এক নেতা। বুধবার (২৭ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু। তবে বিএনপি মেয়র প্রার্থী জুলফিকার আলী মন্ডলকে আসামি করা হয়নি। এ ব্যাপারে বিএনপি মেয়র প্রার্থী জুলফিকার আলী মন্ডল বলেন, আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জন্য এ মামলা দেয়া হয়েছে। সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, ভোটারদের ভয়ভীতি ও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে বিএনপির ৪৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ মামলা এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আগামি ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা। এছাড়া মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা খায়রুজ্জামান (হাতপাখা প্রতীক)। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন গত সোমবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরাকে সমর্থন দিয়েছেন। এদিকে, নড়াইল পৌরসভায় সংরতি নারী কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com