নিজস্ব সংবাদদাতা:
মারা গেছেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী(৭৪)। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভারতীয় ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের উপস্থিতিতে স্বল্পেরচক বালুর মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। জানাজা শেষে তাকে স্বল্পেরচকস্থ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।