বন্দর সংবাদদাতা:
বন্দরে আহলে সুন্নত ওয়াল জামায়াত ওয়াজ কমিটির উদ্যোগেসুন্নি মহাসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুন্নি সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন,আমরা এই দুনিয়ায় এসেছি একা এবং যাবও একা। আমরা যারা মুসলিম হয়ে জন্ম নিয়েছি অবশ্যই আমরা ইসলামের সকল হুকুম মেনে চলব। কারণ ইসলাম হল শান্তির ধর্ম।আমরা যারা এখানে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি তারা যেন ঠিক মত নামাজ আদায় করি। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। কবরে আপনার সাথে কিছুই যাবে না যাবে শুধু আপনার আমল। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘারমোড়া নতুন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন (কালা মেম্বার)। ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নআওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,চরঘারমোড়া জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক শাহীন, ঘারমোড়া এলাকার সমাজ সেবক ওসমান গনী, চরঘারমোড়া এলাকার সমাজ সেবক শাহীন তাহেরী সিনহা,লিয়াকত আলীসহ ওয়াজ কমিটির সকল সদস্যবৃন্দ। সুন্নী সমাবেশে ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।